জাতীয় পুষ্টিসেবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
  • slider
  • slider
  • slider
  • slider
  • slider

শনিবার বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ডা: মো: আক্তারুজ্জামান মহোদয়।

জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) কর্তৃক আয়োজিত মাঠ পর্যায়ে  কমিউনিটি ক্লিনিক এ  মাতৃপুষ্টি বিষয়ক সচেতনতা কার্যক্রম এর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলার আবক্রপুর শ্বাসরাম কমিউনিটি ক্লিনিক এবং জমশেরপুর কমিউনিটি ক্লিনিকে  "মা সমাবেশে" অংশ নেন এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য সেবা মূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।নিরাপদ ডেলিভারি সম্পন্ন করার জন্য হাসপাতাল এর বিকল্প নেই, প্রতিটি গর্ভবতী মায়েদের স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারি সম্পন্ন করার আহবান জানান। 
  
 স্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র প্রতিটি সেবা ঘুরে দেখেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সেবার  মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে উন্নত মানের যন্ত্রপাতি প্রদান সহ সব ধরনের সাহায্য সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন।স্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানসিক স্বাস্থ্য কর্ণার " মনের ঠিকানা " উদ্ভোধন করেন। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করার গুরুত্ব অপরিসীম। এ উপলব্ধি থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মনের ঠিকানা'র যাত্রা শুরু। 

 
আজকের প্রোগ্রাম  সফল ও সার্থক করতে জাতীয় পুষ্টিসেবার লাইন ডিরেক্টর সহ   সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।